ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

মন্ত্রী বলেন, এলজিইডির প্রতিষ্ঠাকালীন প্রধান প্রকৌশলী হিসেবে এ প্রতিষ্ঠানটির সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এলজিইডি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অঞ্চলে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি। আমরা দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামীণ সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছি।

প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা পবিত্র রমজানে সকলের সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়