ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সীতাকুন্ডের ২ তরুণী হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুন্ডের ২ তরুণী হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুন্ডে দুই সংখ্যালঘু তরুণী ধর্ষণ ও হত্যার বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের আহবায়ক প্রশান্ত হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব হরেকৃষ্ণ বারুড়ী, সাংগঠনিক সম্পাদক সাজেন কৃষ্ণ বল, প্রচার সম্পাদক জীবন কুমার রায়, শুভ নন্দী, হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দিনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি মানিক চন্দ্র সরকার, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন,  গত কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়ার ছবিরাণী ত্রিপুরা ও  সুখলতি ত্রিপুরাকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলায় ও টাংগাইলের কালিহাতিতে জমি দখল, বালিয়াগান্দীর আদিবাস পল্লীতে হামলা হয়েছে। চট্টগ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, মাদারীপুরের রাজৈরে পাইকপাড়া পূজা মন্ডলে হামলা, সিলেট দক্ষিণ সুরমায় গণধর্ষণের মত ঘটনা ঘটেছে।

বক্তারা অবিলম্বে সীতাকুন্ডু উপজেলার আদিবাসী কিশোরী হত্যাসহ সব নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/মামুন খান/ শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়