ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমার সুনামির মতো ইয়াবা পাঠিয়েছে : কাদের

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমার সুনামির মতো ইয়াবা পাঠিয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার স্রোতের মতো রোহিঙ্গা পাঠানোর সাথে  সাথে সুনামির মতো ইয়াবা পাঠিয়েছে। মাদকের গডফাদার আওয়ামী লীগ-বিএনপির যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াই হাজারের আদূরিয়ায় ভুলতা ফ্লাইওভার নির্মান প্রকল্পের সাইট অফিসে  যানজট নিরসন নিয়ে সভায় মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মাদকের অপরাধ প্রমানিত হলেই আইনশৃংখলা বাহিনী  ব্যবস্থা নেবে। মাদকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারই প্রথম কথা বলেছে, অন্য কোনো সরকার বলেনি।

সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাক্ষ্মনবাড়িয়া ও হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক যোগাযোগ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মহাসড়কের বিভিন্ন সমস্যার কথা শোনেন কাদের।  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি গাজী গোলাম দস্তগীর, নজরুল ইসলাম বাবু।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/ ২৫ মে ২০১৮/হাসান উল রাকিব/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ