ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পটুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়

শতবর্ষ উদযাপনে নিবন্ধন চলছে

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতবর্ষ উদযাপনে নিবন্ধন চলছে

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক নার্গিস আরা হক। তিনি জানান, ইতিমধ্যে শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে কয়েক দফা সভা করা হয়েছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, সাবেক শিক্ষক, শিক্ষার্থীরা এতে অংশ নেন। শতবর্ষ উদযাপন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, এখন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত পটুয়াখালী এবং ঢাকায় এই নিবন্ধন কার্যক্রম চলবে। যারা দেশের বাইরে অবস্থান করছেন, তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের তিনি জরুরিভিত্তিতে নিবন্ধন করার আহ্বান জানান।

 

 

রাইজিংবিডি/পটুয়াখালী/২৫ মে ২০১৮/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়