ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রশিদ খানকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না তামিম

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রশিদ খানকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না তামিম

সংবাদমাধ্যমের সামনে কথা বলছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক : বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আছেন দুই নম্বরে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আছেন দারুণ ফর্মে। দেরাদুনে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে মোকাবিলা করা বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অনেকে। তবে তামিম ইকবাল রশিদ খানকে সমীহ করলেও তাকে নিয়ে ভেবে কাতর নন। নিজেদের পরিকল্পনাটা ঠিকমতো বাস্তবায়ন করতে পারলে রশিদ খান কোনো সমস্যা হবে না বলেই মনে করেন বাংলাদেশের সেরা ওপেনার।

মিরপুরে শনিবার অনুশীলনের আগে তামিম রশিদ খানকে নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমার কাছে মনে হয় ওর কুইক আর্ম অ্যাকশনটা হচ্ছে অনেক কঠিন। ওর একটা জিনিস যেটা ছয় মাস আগেও ছিল না... যথার্থতা। এখন ও বেশ নির্ভুল। এখন অনেক সফল। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের হারিয়ে দিচ্ছে। খুবই ভালো করছে। কিন্তু এটা এমন না যে ওকে আমরা খেলতেই পারব না! আমরা যদি নিজেদেরকে ভালো করে প্রয়োগ করি তাহলে কেন নয়।’

একজনকে নিয়ে ভাবলে শুধু নেতিবাচক মনোভাবই তৈরি হবে বলে মনে করেন তামিম, ‘আমি শুধু একজনের দিকে নজর দেব, সেরকম মানসিকতা নেই। আপনাকে চিন্তা করতে হবে ওদের দলে আরো ভালো ভালো খেলোয়াড় আছে। আরো অনেক ভালো ভালো বোলার আছে। শুধু একজনের দিকে নজর দেওয়া মানে আপনি আগে থেকেই একটা নেতিবাচক মনোভাব তৈরি করে যাচ্ছেন। সন্দেহ নেই ও এখন টি-টোয়েন্টির সেরা একজন বোলার। তবে আমি নিশ্চিত যে এরকম অনেক চ্যালেঞ্জে আমরা পার করে এসেছি। আশা করছি এবারও পারব।’

 



‘বেশি যদি একটা বিষয় নিয়ে চিন্তা করেন তখন দেখা যাবে যেই জিনিসটা আপনি পারেন সেটাও আপনি পারবেন না। কারণ আপনি খুব বেশি চিন্তা করছেন ওটা নিয়ে। ভালো বোলার....ক্যারিয়ারের সেরা বোলিং করছে এখন..সব ঠিক আছে। কিন্তু ওকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে যদি আমরা আমাদেরকে নিয়ে বেশি চিন্তা করি, তাহলে খুব ভালো হবে’- যোগ করেন তামিম।

আইপিএলে সাকিব ও রশিদ খান খেলছেন একই দলে। তাদের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ দলে আছেন আরেক আফগান স্পিনার মোহাম্মদ নবীও। আফগানদের নিয়ে সাকিবের সঙ্গে কোনো কথা হয় কি না? তামিম বললেন, ‘এ ব্যাপারে কথা হয়নি। ও (রশিদ) তো আমার দলেও ছিল একমাস (বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে)। অনেক সময় আপনি কথা বলেন কিছুটা ধারণা পান, কিন্তু এমন না যে সবকিছু আপনি বুঝে যাবেন। যদি তাই হতো তাহলে ও এত ভালো পারফরম্যান্স আইপিএলে করতে পারত না।’

‘এটা নির্ভর করে আপনি উইকেটে ওকে কীভাবে পড়তে পারছেন। কীভাবে আপনি ওকে পরিকল্পনা করে খেলছেন। ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি পরিকল্পনা করে, কৌশলে সবকিছু করে প্রস্তুত থাকতে পারি, কিন্তু আমি যদি মাঠে গিয়ে ঠিকমতো প্রয়োগ করতে না পারি; তাহলে কোনো লাভই হবে না। হ্যাঁ, ছোট কিছু তথ্য সব সময়ই সাহায্য করে। কিন্তু আপনি নির্দিষ্ট দিনে কীভাবে কাজ করছেন, সেটাই মূল বিষয়’- বলেন তামিম।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়