ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল শহরের নীলগঞ্জের আমারত হোসেনের ছেলে। তাকে গ্রেপ্তার নিয়ে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগের  নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। 

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, খন্দকার মারুফ হুসাইন ইকবালকে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ওয়ারেন্ট থাকায় ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে যশোরে মাদকবিরোধী অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে ইয়াবা সেবনকালে ইকবালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তবে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসাইন দাবি করছেন, রাকিব হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ‘অপরাধে’ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী কলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দায়ের করা মিথ্যা মামলার ওয়ারেন্টে ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইকবালের মুক্তি দাবি করেন।



রাইজিংবিডি/যশোর/২৬ মে ২০১৮/বি এম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়