ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আর্জে‌ন্টিনার পতাকা টাঙাতে গিয়ে ছাত্রের মৃত্যু

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জে‌ন্টিনার পতাকা টাঙাতে গিয়ে ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি : গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আর্জে‌ন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে জাবের শেখ হৃদয় (১৫) না‌মের দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টায় পশারগা‌তি মাদ্রাসা প্রাঙ্গ‌নে নামাজে জানাজা শেষে পা‌রিবা‌রিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

শ‌নিবার রাতে মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাবের শেখ হৃদয় মুকসুদপুর উপ‌জেলার পুরাতন মুকসুদপুর গ্রামের আরিফুল শেখের ছেলে এবং ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বা‌ণিজ্য বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহত হৃদ‌য়ের প্র‌তি‌বেশী ও ফারুক খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্সী মো. না‌সির উদ্দিন জা‌নিয়েছেন, শ‌নিবার রাতে গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা বৃ‌ষ্টি‌তে বাঁকা হয়ে যায়। সে‌টি সোজাভাবে টাঙানোর জন্য হৃদয় গাছে ওঠে। এ সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতা‌য়িত হয়ে পড়ে সে। বিষয়টি ঠিক পেয়ে স্থানীয়রা তাকে বাঁশ দিয়ে ধাক্কা মেরে নিচে নামিয়ে মুকসুদপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঈ‌দের দিন জাবের শেখ হৃদয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীরা তাকে দেখ‌তে ভিড় করেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ জুন ২০১৬/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়