ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লক্ষ্মীপুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

ফরহাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

রোববার সকালে উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ জাল পোড়ানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারের তিনটি দোকানের গুদাম থেকে এ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে কোস্টগার্ড। পরে স্থানীয় দক্ষিণ চরবংশী ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে জালগুলো বিনষ্ট করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফরাজি, কোস্টগার্ড সদস্য ও স্থানীয়রা।

অবৈধ কারেন্ট জাল পোড়ানোর বিষয়টি কোস্টগার্ড লক্ষ্মীপুর জেলা কমান্ডার নিশ্চিত করেন।



রাইজিংবিডি/লক্ষ্মীপর/২৪ জুন ২০১৮/ফরহাদ হোসেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়