ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিএসসির সদস্য হলেন নুরজাহান বেগম

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসসির সদস্য হলেন নুরজাহান বেগম

সচিবালয় প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরজাহান বেগমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় নুরজাহান বেগমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মফিদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরজাহান বেগমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।’

পৃথক আরেক আদেশে অবসর উত্তর ছুটি ভোগরত বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এ এম ফজলুল কবিরকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিল শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়