ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রথম সেশনে মিরাজের দুই উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম সেশনে মিরাজের দুই উইকেট

ক্রীড়া প্রতিবেদক : হতাশামাখা ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস হারের লজ্জা সঙ্গী করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল।

জ্যামাইকায় টস জিতে আগে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৯। দুটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায়।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। একাদশে ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এসেছে দুটি। শিমরন হেটমায়ার ও কেমো পল একাদশে ঢুকেছেন। চোটের কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই কেমার রোচ, বাদ পড়েছেন দেবেন্দ্র বিশু।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলের ৬১ টেস্ট খেলার রেকর্ড।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়