ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় মৃত্যু, ক্লিনিক সিলগালা

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকের অবহেলায় মৃত্যু, ক্লিনিক সিলগালা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিকিৎসকের অবহেলায় স্কুলছাত্রের মৃত্যু এবং অনুমোদন না থাকায় ডলফিন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ক্লিনিক পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল সিলগালা করার নির্দেশ দেন। এ সময় জেলার সিভিল সার্জন ডা. শামসুল হক, বেসরকারি ক্লিনিক পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব ডা. সামির হোসেন মিশু এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনা ও ভবন ভাড়া দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায়  চিকিৎসকদের অবহেলার বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

গত বুধবার বিকেলে অ্যাপেনডিসাইটিস অপারেশনের জন্য শহরের ফয়েজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবকে ক্লিনিকে ভর্তি করানো হয়। স্বজনরা অভিযোগ করেন, সন্ধ্যায় অপারেশনের পরপরই অ্যানেসথেসিয়ার চিকিৎসকসহ সব চিকিৎসক ক্লিনিক থেকে বেরিয়ে যান। রাত ৯টার পরও জ্ঞান না ফেরায় স্বজনরা অপারেশন থিয়েটারে ঢুকে দেখতে পান সেখানে সাকিবের নিথর দেহ পড়ে আছে।

পরে সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, অনেক আগেই সাকিব মারা গেছে।



রাইজিংবিডি/বগুড়া/১৯ জুলাই ২০১৮/একে আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়