ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে নিখোঁজ

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে নিখোঁজ

ফাইল ফটো

বরগুনা সংবাদদাতা : ঝড়ের কবলে পড়ে বেহালা মান্দারবাড়িয়া এলাকার অদূরে বঙ্গোপসাগরে এফবি শাহজালাল নামে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারে থাকা ১৮ জেলে নিখোঁজ হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ট্রলার মালিক শাহীন ফিটার জানান, শনিবার রাত ১২টার দিকে বৈরী আবহাওয়ায়  জেলেসহ ট্রলারটি ভারতের সমুদ্রসীমার মধ্যে চলে যায়। সেখান থেকে ফেরার চেষ্টাকালে সেটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা ১৯ জন জেলে সাগরে নিমজ্জিত হয়। মাঝি নাসিরের সন্ধান মিললে বাকি ১৮ জন নিখোঁজ রয়েছে।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, অচেতন অবস্থায় নাসিরকে মান্দারবাড়িয়া এলাকায় উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে ট্রলার মালিক সমিতির উদ্যোগে তিনটি ট্রলার সমুদ্রে পাঠানোর জন্য প্রস্তত রয়েছে। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

নিখোঁজ জেলেরা হলেন রিপন, মামুন, বাবুল, তোতা মিয়া, হাকিম (১), কবির হোসেন, মাসুম (১), আবু হানিফা, শাহীন, হিরু, সুলতান, রাসেল, খায়রুল, মাসুম (২), মনির হোসেন, এখতিয়ার, সিরাজ ও হাকিম (২)। নিখোঁজ জেলেদের বাড়ি পাথরঘাটা ও বাগেরহাট সদর উপজেলায়।



রাইজিংবিডি/বরগুনা/২৩ জুলাই ২০১৮/রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়