ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চবি শিক্ষার্থীবাহী বাস উল্টে নিহত ১

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবি শিক্ষার্থীবাহী বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পার্বত্য খাগড়াছড়ি জেলার আলুটিলা এপিবিএন ক্যাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে চবির কমপক্ষে ১০ ছাত্র আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাফিজ উল্লাহ খোকন (২৮)। তিনি খাগড়াছড়ি অঞ্চলের একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন ছাত্র ও অন্যান্য যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে একটি বাস খাগড়াছড়ি যাচ্ছিল। বাসটি খাগড়াছড়ি আলুটিলা এলাকা অতিক্রম করার সময় এপিবিএন ক্যাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় বাসে থাকা ব্যবসায়ী হাফিজ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হয় বাসে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ১০ জন ছাত্র। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ আগস্ট ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়