ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পানির ট্যাংকিতে নেমে ৩ জন নিহত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পানির ট্যাংকিতে নেমে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় বাড়ির পানির ট্যাংকিতে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু ঘটেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খোলা ট্যাংকিতে পড়ে যাওয়া ক্রিকেট বল তুলতে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো ইমরান হোসেন ইমু (২৭) এবং তার ছোট ভাই মোহাম্মদ রুবেল প্রকাশ দানিশ (২০) এবং মোহাম্মদ সিফাত (১৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলছিল তরুণরা। এ পর্যায়ে ক্রিকেট বলটি বাড়ির খোলা পানির ট্যাংকিতে পড়ে যায়। সিফাত ট্যাংকি থেকে বল তুলতে নেমে আর উঠে আসছিল না। পরে সিফাতকে উদ্ধার করতে ইমু ও দানিশ ট্যাংকিতে নামে। কিন্তু তিনজনই ট্যাংকিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ আগস্ট ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়