ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসাধারণ ডাবলের সামনে ব্রড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসাধারণ ডাবলের সামনে ব্রড

স্টুয়ার্ট ব্রড

ক্রীড়া ডেস্ক : ট্রেন্ট ব্রিজে আজ সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। এই টেস্টে ১২ রান করলেই অসাধারণ এক ডাবল অর্জন করবেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

সাদা পোশাকে ব্রড বল হাতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আগেই। এখন তার উইকেটসংখ্যা ৪২৪। ব্যাট হাতে আর ১২ রান করলেই স্পর্শ করবেন ৩ হাজার রান ও ৪০০ উইকেটের ডাবল।

টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এই ডাবল আছে আর কেবল চারজনের- শেন ওয়ার্ন, কপিল দেব, শন পোলক, রিচার্ড হেডলি। এই চার গ্রেটের পাশে বসায় অপেক্ষায় ব্রড।

টেস্টে ৪০০ উইকেটের ক্লাবের আরেক সদস্য জেমস অ্যান্ডারসনের অবশ্য ৩ হাজার রান করার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবে ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটশিকারি হতে তার চাই আর ১১ উইকেট।

৫৬৩ উইকেট নিয়ে যে রেকর্ডটা দখলে রেখেছেন অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের উইকেট ৫৫৩টি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়