ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এপিএলে তামিম-মুশফিক এক দলে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এপিএলে তামিম-মুশফিক এক দলে

ক্রীড়া ডেস্ক: আগামী ৫ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর।

পাঁচটি ফ্রাঞ্চাইজি-  কাবুল, নানগারহার, কান্দাহার, বালখ আর পাকটিয়ার অংশগ্রহণে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এপিএল। সোমবার হাবতুরের হিলটন হোটেলে এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়।

খেলোয়াড় ড্রাফট থেকে বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে নানগারহার। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমের পারিশ্রমিক ৭৫০০০ ডলার। সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিকের পারিশ্রমিক ৩০০০০ ডলার।
 


এছাড়া টি-টোয়েন্টির সেরা তারকা ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল ও শহীদ আফ্রিদিকে খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিরা। পাঁচটি ফ্রাঞ্চাইজি সর্বনিম্ন ১৭ খেলোয়াড় এবং সর্বোচ্চ ২০ খেলোয়াড় দলভুক্ত করেছে।

তামিম-মুশফিক ছাড়াও ড্রাফটে বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ছিলেন সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সানজামুল ইসলাম। তারা কেউই দল পাননি। সাকিব আল হাসান নিজ থেকে এপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়