ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে ইঞ্জিন বিকল হলেও ট্রেন চলাচল স্বাভাবিক

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে ইঞ্জিন বিকল হলেও ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম স্টেশনের মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ওই স্টেশনের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. ময়নুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে টঙ্গী জংশন থেকে এ জংশনে আসার জন্য সকাল ৯টা ৭ মিনিটে সিগন্যাল দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ধীরাশ্রম স্টেশনের ২নং লাইন স্টেশনটি অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন উদ্ধারের কাজ করছে।

তিনি আরো জানান, স্টেশনের অন্য দুই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/১২ সেপ্টেম্বর ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়