ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গোপালগঞ্জে ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ৪৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত

গোপালগঞ্জ প্রতিনিধি : পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ঘণীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। টানা বৃষ্টিপাতে ক্ষেত তলিয়ে যাওয়ায় শাক-সবজির ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার বিকেল ‍৩টা থেকে আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাগর উত্তাল থাকায় শনিবারও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২১ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়