ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রভাষক নিহত, আহত ৩

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রভাষক নিহত, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন। এতে তার স্ত্রীসহ আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ঢাকার আগারগাঁও তালতলা মহিলা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের নন্দী গোপালপুর গ্রামে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানীগামী একটি ট্রাক গোপালপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে প্রভাষক সিরাজুল ইসলাম নিহত হন। এ সময় তার স্ত্রীসহ তিন পথচারী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমিনুর রহমান জানান, নিহতের মৃতদেহ ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




রাইজিংবিডি/গোপালগঞ্জ/২২ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়