ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধর্ষণ-হত্যার আসামি দুবাই গ্রেপ্তার, দেশে এনে জিজ্ঞাসাবাদ

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ষণ-হত্যার আসামি দুবাই গ্রেপ্তার, দেশে এনে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আলোচিত স্কুলছাত্রী মোনালিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি আবু সাঈদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার  করে দেশে আনা হয়েছে।

আজ রোববার আসামি আবু সাঈদকে ফতুল্লা থানা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আবু সাঈদকে দেশে ফিরিয়ে এনে পুলিশ হেফাজতে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।

তিনি জানান, মোনালিসার পরিবারকে বিয়ের প্রস্তাব দেয় সাঈদ। মেয়ের বয়স অল্প হওয়ায় প্রস্তাবে রাজি হয়নি মোনালিসার পরিবার। এতে গত ২ ফেব্রুয়ারি বাড়িতে একা পেয়ে ক্ষোভে মোনালিসাকে ধর্ষণের পর হত্যা করে সাঈদ। পরে ঘটনা আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে লাশ ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। এরপর সাঈদ দুবাই পালিয়ে যায়।

ওসি জানান, গত ১৭ সেপ্টেম্বর ইন্টারপোলের মাধ্যমে আসামি সাঈদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। সব প্রক্রিয়া শেষে আজ তাকে দেশে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শুরু হয়েছে।

আবু সাঈদ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ বড় আমবাগান এলাকার ইকবাল হোসেনের ছেলে। নিহত মোনালিসা আক্তার স্থানীয় ব্যবসায়ী শাহীন বেপারীর মেয়ে। সে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৩ সেপ্টেম্বর ২০১৮/রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়