ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কর্ণফুলীতে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্ণফুলীতে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শিকলবাহা নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলামের নেতৃত্বে এবং কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ ও ওসি (তদন্ত) হাসান ইমামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় ফারুক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে থানার শিকলবাহা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই সময় সমুদ্র পথে আসা ১ লাখ ১৫ হাজার ইয়াবার একটি বড় চালান আটক করা হয়েছে। ইয়াবা পাচারে জড়িত একজনকে আটক করা হয়েছে। এই বৃহৎ চালানের ইয়াবা পাচারে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, কর্ণফুলী থানার রেকর্ড অনুযায়ী এই থানায় এটাই সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা।





রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়