ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না : কাদের

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না : কাদের

কক্সবাজার প্রতিনিধি : নিজেদের সমাবেশে জনসমর্থন না পেয়ে ও আওয়ামী লীগের সাংগঠনিক সফরে জনজোয়ার দেখে বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে কক্সবাজারের কলাতলীস্থ একটি তারকা মানের হোটেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘জাতীয় ঐক্যকে জগাখিচুড়ি’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ ঐক্য কোনো কাজে আসবে না।’

নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের সড়ক যাত্রার বিষয়ে বিএনপির নেতারা সম্প্রতি বলেছেন, ‘ট্রেন যাত্রায় ব্যর্থ হয়ে এখন রোড মার্চ করছে আওয়ামী লীগ।’ এর পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, ‘এখানের সমাবেশে এত লোক হয়েছে। ঢাকার সমাবেশে এত লোক গ্যাদারিং করানো যায়নি। তাদের তো গায়ের জ্বালা, অন্তর্জ্বালা। তাই হতাশায় আবোল-তাবোল বকছে।’

তিনি বলেন, ‘নৌকার পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রায় অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একবারেই হতাশ। তারা হতাশা থেকে আবোল-তাবোল বকছে। এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

কাদের বলেন, ‘জগাখিচুড়ি মার্কা ঐক্য শেষ পর্যন্ত টিকবে, এটা আমার মনে হয় না।’

এর আগে এই ঐক্য সম্পর্কে কাদের বলেছিলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো জাতীয় ঐক্য হয় না। যেটা হয়েছে, সেটা “জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য”।’

শনিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর ফেনী হয়ে চট্টগ্রামে এসে প্রথম দিনের সড়কযাত্রা শেষ হয়। সেখানে রাত্রিযাপন শেষে সকালে শাহ আমানত (র.) এর মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের সড়কযাত্রা শুরু করেন আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম হয়ে তারা কক্সবাজারে গিয়ে সড়কযাত্রা শেষ করেন।




রাইজিংবিডি/কক্সবাজার/২৪ সেপ্টেম্বর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়