ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন মেয়র লিটন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্বেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার রাজশাহীতে বাণিজ্যিকখাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম্ বিতরণের মাধ্যমে শিল্প-বাণিজ্যিক ও আবাসিক ক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদানের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন তিনি। এছাড়া আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে যে ২১ হাজার জন আবেদন করেছেন, তাদের গ্যাস প্রদান কাজ শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছেন মেয়র লিটন।

বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সোমবার বেলা ১১টায় খড়খড়ি টিবিএস ক্যাম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘‘২০০৫-০৬ সালে আমরা রাজশাহীতে গ্যাস সংযোগ পেতাম। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দলের একজন রাজপুত্রের কারণে তখন রাজশাহীকে বাদ দিয়ে বগুড়ায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এটি আমাদের জন্যে অনেক কষ্টের ছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস সংযোগ নিয়ে আসি। ২০১৩ সালের জুন মাসে আমরা প্রথম আবাসিকে গ্যাস সংযোগ পাই।’’

মেয়র লিটন বলেন, ‘‘রাজশাহীতে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বেশি দরকার। আজ বাণিজ্যিক খাতের জন্য গ্যাস সংযোগের ফরম বিতরণ করলাম। এই সংযোগ প্রদান কাজ অব্যাহত থাকবে। আর আবাসিক গৃহে রাজশাহীতে এখন পর্যন্ত ৯ হাজার ৩৬৪ জনকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। যে ২১ হাজার জন আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে আবেদন করেছেন, তাদেরও সংযোগ দেওয়ার ব্যবস্থা শিগগিরই শুরু হবে।’’

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হবে। আগামী ১০ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর দ্রুত শিল্পায়ন করা হবে, রাজশাহীতে গার্মেন্টস হবে। আমি নির্বাচনী যে কথাগুলো দিয়েছি, সেগুলো একে একে বাস্তবায়ন হবে।’’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান পাটোয়ারী, স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু প্রমুখ।



রাইজিংবিডি/রাজশাহী/২৪ সেপ্টেম্বর ২০১৮/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়