ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরসরাইয়ে ট্রাকচাপায় ৫ জন নিহত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরসরাইয়ে ট্রাকচাপায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘীর পাড় নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিএনজি অটোরিকশা আরোহীসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সহোদর দুই ভাইও রয়েছেন।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল ( ৪৫), মোশারফ (২৬) ও অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামছুল আলম জানান, ঠাকুরদীঘি এলাকার প্রধান সড়কের পাশে একটি সিএনজি অটোরিকশা স্টেশনে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।

ট্রাকটি স্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও সিএনজি অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিএনজি অটোরিকশার স্টেশনে ঢুকে যায়। ঘটনার পর পরই পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করতে সক্ষম হয়।

পুলিশ ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে গেছে। ট্রাকটিও নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২৫ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়