ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসি ভোট দিয়েছেন রোনালদোকে, মেসিকে দেননি রোনালদো

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসি ভোট দিয়েছেন রোনালদোকে, মেসিকে দেননি রোনালদো

ক্রীড়া ডেস্ক : ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক ও কোচরা ভোট দেওয়ার সুযোগ পান। সেক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি আর্জেন্টিনার অধিনায়ক আর রোনালদো পর্তুগালের।

ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে মেসি তার প্রথম পছন্দ দিয়েছেন লুকা মদ্রিচকে, দ্বিতীয় পছন্দ কালিয়ান এমবাপে আর তৃতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন রোনালদোকে। এদিকে রোনালদোর প্রথম পছন্দ ছিল রাফায়েল ভারানে, দ্বিতীয় পছন্দ লুকা মদ্রিচ আর তৃতীয় পছন্দের ভোট দিয়েছেন অ্যান্তোনিও গ্রিজমানকে।

রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসের ভোট অবশ্য পেয়েছেন মেসি। রামোস প্রথম পছন্দ দিয়েছেন লুকা মদ্রিচকে, দ্বিতীয় পছন্দ রোনালদো আর তৃতীয় পছন্দ মেসি।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। দ্বিতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসিকে। আর তৃতীয় পছন্দ হিসেবে দিয়েছেন লুকা মদ্রিচকে।

** প্রথম পছন্দ ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দ ৩ পয়েন্ট আর তৃতীয় পছন্দ ১ পয়েন্ট।




রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়