ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বিদ্যুৎখাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির পঞ্চদশ সভা মঙ্গলবার সিলেটের রোজভিউ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎখাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘বৈঠকে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত পাওয়ার প্লান্ট, বিদ্যুৎখাতে আঞ্চলিক সহযোগিতা, বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে সকল ধরনের সিডি ট্যাক্স ও ভ্যাট থেকে অব্যাহতি প্রদান, জিএমআর কর্তৃক নেপালে উৎপাদিত জল বিদ্যুৎ ভারতের এনভিভিএনের মাধ্যমে বাংলাদেশে আমদানি, ভুটানের হাইড্রোপাওয়ার প্রজেক্টে বাংলাদেশ, ভারত ও ভুটানের যৌথ বিনিয়োগ, এই প্রজেক্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আমদানিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বছরে দু’বার বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠক হয়ে থাকে। চলতি বছরের জানুয়ারিতে এ কমিটির ১৪তম বৈঠক ভারতের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল। এবার এটি সিলেটে করা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ভারতের পক্ষে সেদেশের বিদ্যুৎ সচিব অজয় কুমার ভাল্লা নেতৃত্ব দেন।’

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (পাবলিক রিলেশন্স) সাইফুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘যৌথ স্টিয়ারিং কমিটির সভায় ভেড়ামারা ও ত্রিপুরা ইন্টারকানেকশনের মাধ্যমে বিদ্যুৎ আমদানির বর্তমান অবস্থা, ভেড়ামারা ইন্টারকানেকশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অগ্রগতি, এইচভিডিসি ২য় ব্লক নির্মাণের মাধ্যমে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, সূর্যমনি-কুমিল্লা নর্থ লিংকের মাধ্যমে জি টু জি-এর আওতায় এনটিপিসি’র বিদ্যুৎ কেন্দ্র থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আরো ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, প্রস্তাবিত কাটিহার-পার্বতীপুর-বড়পুকুরিয়া-বরানগর ৭৬৫ কেভি গ্রিড ইন্টারকানেকশন, বহরমপুর-ভেড়ামারা ৪০০ কেভি দ্বিতীয় ট্রান্সমিশন লাইন ও সূর্যমনি-কুমিল্লা নর্থ লিংকের মাধ্যমে আরো বিদ্যুৎ আমদানির লক্ষ্যে কুমিল্লায় ব্যাক টু ব্যাক এইচভিডিসি সাব স্টেশন নির্মাণের বিষয়ে আলোচনা হয়।’



রাইজিংবিডি/সিলেট/২৫ সেপ্টেম্বর ২০১৮/নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়