ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরমায়েশি রায় বাস্তবায়নের চেষ্টা হচ্ছে : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরমায়েশি রায় বাস্তবায়নের চেষ্টা হচ্ছে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে ‘সরকারের নির্দেশে’ ফরমায়েশি রায় বাস্তবায়নের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রহসনের মঞ্চে পর্দা ওঠার পর কী দৃশ্যমান হবে, তা নিয়ে চারিদিকে সংশয় দেখা দিয়েছে। সরকারের নির্দেশিত ফরমায়েশি রায় বাস্তবায়নের জন্যই নানা কিছু করা হচ্ছে। আগামীকাল ২১ আগস্ট বোমা হামলা মামলার রায়ও সরকারের ইচ্ছার বাইরে হতে পারবে কি না, তা নিয়েও জনগণের মধ্যে সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘বিচারিক আদালত থেকে ২১ আগস্টের বোমা হামলার মামলাটি নিয়ে এসে আওয়ামী লীগ নেতাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে যেভাবে তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে, সেদিনই মানুষের নিকট প্রতীয়মান হয় যে, রাষ্ট্রক্ষমতার জোরে তারেক রহমানকে ফাঁসাতেই সম্পূর্ণ বেআইনিভাবে মামলার সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে।’

রুহুল কবির রিজভী প্রশ্ন তুলে বলেন, ‘এই মামলা নিষ্পত্তির আগে মুফতি হান্নানকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল, সেটি নিয়েও জনমনে এখনো সংশয় রয়েছে। সুতরাং এই মামলায় নির্দোষ জনাব তারেক রহমানকে জড়ানোর ঘটনাপঞ্জি প্রতিহিংসা পূরণেরই নগ্ন বহিঃপ্রকাশ।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের কোনো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার জন্যই আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। অতীতের মতো বর্তমান অবৈধ সরকার নানাভাবে নিজেরাই নাশকতার সৃষ্টি করে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো পরিকল্পনা করে বিএনপি নেতাকর্মীদের ওপর এর দায় চাপাতে পারে। এজন্য আমি নেতাকর্মীদেরকে সতর্ক থেকে দলীয় কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়