ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাষ্ট্রপতিকে অভিভাবকের দায়িত্ব নিতে হবে: চরমোনাইপীর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রপতিকে অভিভাবকের দায়িত্ব নিতে হবে: চরমোনাইপীর

জ্যেষ্ঠ প্রতিবেদক : তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবি আদায়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ উপস্থিত ছিলেন।

এর আগে ১০ দফা দাবি আদায়ে রাজধানীর পল্টনে দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে তিনি বলেন, আমরা যে ১০ দফা দাবি দিয়েছি তা পূরণের এখতিয়ার রাষ্ট্রপতির। সংকটময় মুহূর্তে তাকে অভিভাবকের দায়িত্ব নিতে হবে। আশা করছি জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি দাবিগুলো পূরণ করে জাতিকে সামনের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করবেন।

চরমোনাইপীর বলেন, দেশবাসী আর কোনো তামাশার নির্বাচন মেনে নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাস করে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে দিয়ে একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশনের পদত্যাগ এবং নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সকল দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, আলহাজ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শেখ ফজলুল করীম মারূফ, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, জিএম রুহুল আমীন, নুরুল ইসলাম নাঈম, সৈয়দ ওমর ফারুক, মুফতী ফরিদুল ইসলাম, শতওকত আলী হাওলাদার, মাওলানা নাযির আহমদ শিবলী, অধ্যাপক ডা. কামরুজ্জামান, ফজলুল হক মৃধা, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়