ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজেন্দ্র কলেজের শতবর্ষপূর্তি উদযাপন

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজেন্দ্র কলেজের শতবর্ষপূর্তি উদযাপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার সকালে কলেজের শহর ক্যাম্পাসে শতবর্ষপূর্তি অনুষ্ঠানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এর আগে মন্ত্রীদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ১০তলা বিশিষ্ট শতাব্দী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছ রোপণ করেন মন্ত্রীদ্বয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলীর সভাপতিত্বে সাবেক সচিব মো. হেমায়েত উদ্দিন তালুকদার, প্রফেসর মিয়া লুৎফর রহমান বক্তব্য রাখেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, শত বছরের এই প্রতিষ্ঠান অসংখ্য প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা তৈরি করেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এ জয়যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার আবার ক্ষমতায় আসা দরকার।



রাইজিংবিডি/ফরিদপুর/২০ অক্টোবর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়