ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জিএমপিতে নির্ধারিত ফরমে জিডি করার কার্যক্রম উদ্বোধন

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিএমপিতে নির্ধারিত ফরমে জিডি করার কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নির্ধারিত ফরমে সাধারণ ডয়েরি (জিডি) করার কার্যক্রম উদ্বোধন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান মঙ্গলবার দুপুরে সদর থানায় অনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএমপি উপকমিশনার (ক্রাইম ও প্রসিকিউশন ) মো. মোহাম্মদ শরিফুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিম সরকার।
 


জিএমপির সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমিন সরকার জানান, জিএমপি এলাকার আটটি থানায় মঙ্গলবার থেকে নির্ধারিত ফরমে জিডি আবেদন করতে পারবেন সেবাপ্রাথীরা। জিডির আবেদন ফরম সেবাগ্রহীতাদের সংশ্লিষ্ট থানা থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকার মোছা. সাহিদা তার পাসপোর্ট হারানোর বিষয়ে নির্ধারিত ফরমে জিডি করেন।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/২৩ অক্টোবর ২০১৮/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়