ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিজিবির রামু সদর দপ্তরের পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবির রামু সদর দপ্তরের পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর

রাইজিংবিডি ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রামু আঞ্চলিক সদর দপ্তর এবং নব গঠিত দুটি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বৃহস্পতিবার এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তের কাছে বিজিবির রামু সদর দপ্তরটি হবে এই বাহিনীর পঞ্চম আঞ্চলিক সদর দপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৬ জুলাই এই আঞ্চলিক সদর দপ্তর অনুমোদন করেন। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এই সদর দপ্তরের অধীনে ন্যস্ত থাকবে।

বিজিবির নতুন ব্যাটালিয়ন দুটি নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম এবং সিনিয়র সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাসস

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়