ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়’

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়। 

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাহবুব তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, সীমিত আকারে সেনা মোতায়েন হবে। দেশের প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন তাদের পক্ষে সম্ভব হবে না। তবে সেনা সদস্যদের এমন জায়গায় রাখা হবে, যাতে অল্প সময়ের মধ্যে সব কেন্দ্রে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ইজতেমাসহ বিভিন্ন কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। এবারের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 



রাইজিংবিডি/ময়মনসিংহ/১৬ নভেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়