ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাদকের প্রবেশদ্বার মাদকমুক্ত হবে : আইজিপি

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকের প্রবেশদ্বার মাদকমুক্ত হবে : আইজিপি

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘কক্সবাজারসহ পুরো দেশ মাদকমুক্ত করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মাদকের প্রবেশমুখ দেশের সীমান্ত জেলা কক্সবাজারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ছাড়াও বৈধ অস্ত্র বেআইনিভাবে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার দুপুর ১২টায় কক্সবাজারের চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন।

এর আগে আইজিপি জাবেদ পাটোয়ারী চকরিয়া থানায় পৌঁছলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিনের চৌধুরীর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে অভিবাদন জানান। পরে আইজিপি এক সাথে থানা, সার্কেল ও তদন্ত কেন্দ্রের তিনটি নবনির্মিত ভবন উদ্বোধন করে ফিতা কেটে চকরিয়া থানার নতুন ভবন পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ অন্যরা।

 

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৮ নভেম্বর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়