ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যাথলিক যাজকদের হত্যা করা উচিৎ : দুতের্তে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাথলিক যাজকদের হত্যা করা উচিৎ : দুতের্তে

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক ধর্মযাজকদের  বিরুদ্ধে আবারও কথার বাণ ছুড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার রাতে তিনি রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে বলেছেন, এই যাজকরা অপদার্থ এবং তাদের হত্যা করা উচিৎ।

ফিলিপাইনের ৮৫ শতাংশেরও বেশি মানুষ ক্যাথলিক খ্রিষ্টান।

দুতের্তে বলেছেন, ‘আপনাদের এই ধর্মযাজকদের হত্যা করুন। এরা অপদার্থ। তারা শুধু সমালোচনাই করতে পারে।’

পরে আরেকটি অনুষ্ঠানে তিনি ক্যাথলিক গির্জা সম্পর্কে বলেছেন, ‘পুরো ফিলিপাইনের মধ্যে সবচেয়ে বেশি প্রতরণামূলক প্রতিষ্ঠান।’ যাজকদের মধ্যে ‘৯০ শতাংশ’ সমকামী বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে ক্যাথলিক বিশপদের কনফারেন্স অব দি ফিলিপিন্স কোনো ধরণের মন্তব্য করতে রাজী হয়নি।

প্রেসিডেন্টের মুখপাত্র স্যালভ্যাদর প্যানিলো অবশ্য দুতের্তের বক্তব্যের পক্ষে সাফাই গাইতে যেয়ে বলেছেন, প্রেসিডেন্টের এসব বক্তব্য সরাসরি নেওয়া উচিৎ হবে না। এগুলো স্রেফ নাটকীয় পরিস্থিতি সৃষ্টির জন্য বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়