ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দূতাবাসে গিয়েছিলাম শোক বইয়ে স্বাক্ষর করতে’

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দূতাবাসে গিয়েছিলাম শোক বইয়ে স্বাক্ষর করতে’

ঠাকুরগাঁও সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের মন্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আমি নাকি পাকিস্তানি দূতাবাসে মিটিং করতে গিয়েছি। আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নাকি আইএসআইয়ের সাথে লন্ডনে মিটিং করেছে। উনার এই সমস্ত কথা শুনলে পাগলে হাসে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি পাকিস্তানে তিন/চার বছর আগে যখন বড় ভূমিকম্প হয় সে সময় তাদের দূতাবাসে গিয়েছিলাম একটি শোক বইয়ে স্বাক্ষর করতে। আর এখন কাদের সাহেব বলছেন, আমি নাকি মিটিং করেছি। তিনি ১৬ আনার মধ্যে ১০০ ভাগই মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছেন।’

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের ভেলাজান উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী এক জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলছে, দেশের উন্নতি হয়েছে বহু গুণ। আসলে উন্নতি হয়েছে তাদের। সাড়ে ২২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এক একজনের বাড়ি তিন/চারতলা হয়েছে। আবার যদি আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয় তাহলে এই অবস্থা থাকবে। স্বৈরাচার, কথা বন্ধ, কিছু লেখা যাবে না। লেখলেই জেলে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে  ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকতে হবে।’

সাধারণ মানুষ এক হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘একটাই আওয়াজ ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র রক্ষা করুন, বেগম জিয়াকে মুক্ত করুন। সমস্ত বিরোধী দল এক হয়ে আওয়াজ তুলেছে- স্বৈরাচার হটাও, ধানের শীষে ভোট দাও।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির গণজোয়ারে হতাশ তারা। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে, অপরদিকে তারাই হামলা, ভাঙচুর চালাচ্ছেন। নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা ছিল, তা কোনোভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এসব বন্ধ করতে হবে।’

৩০ ডিসেম্বর বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের ধানের শীষে ভোট দিয়ে সরকার পতন করে দেশ মাতা খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ ছাড়া, নির্বাচন অন্য পক্ষের লোকজনের কোনো উস্কানিতে নেতা-কর্মীরা পা যেন না দেয় সেদিকে সজাগ থাকতে বলেন। ভোটের মাধ্যমে সরকার যেন পতন করা যায় তাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর ও ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১২ ডিসেম্বর ২০১৮/তানভীর হাসান তানু/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়