ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্বাধীনতা রক্ষা করব : ড. কামাল

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা রক্ষা করব : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, সাভার : স্বাধীনতার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তবে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন সংবিধান প্রণেতা ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

রোববার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

এ সময় ড. কামাল বলেন, ‘স্বাধীনতা পেয়েছি। মুক্তির জন্য আমরা লড়াই করছি। এখনো আমাদের সংগ্রাম করে যেতে হচ্ছে। আরো সংগ্রাম করে যেতে হবে। গণতন্ত্র আমাদের দেশে অনুপস্থিত। ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যকে আরো সংহত করেছি। যে ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যেকোনো দিক থেকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ লোক জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিজয়ের দিনে এখানে এসে তাদেরকে স্মরণ করা উচিত। সেই স্বাধীনতাকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, বিজয়ের মাসে এটাই আমাদের শপথ হওয়া উচিত।’

ড. কামাল বলেন, ‘জীবন দিয়ে স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন শহীদরা দেখেছিল, তারা স্বপ্ন দেখতো- দেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করবে। তাই ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদসহ সংবিধানের চার মূলনীতি অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে। সাথে সাথে কোনো ধরনের সন্ত্রাস, দুর্নীতি ও লাঠিয়ালদের তাণ্ডব মেনে নেওয়া যায় না। যারা রূগ্ন রাজনীতি করে, কালো টাকা ব্যবহার করে, লাঠিয়াল ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও মূল্যবোধসহ সব কিছু রক্ষা করব। এটা আমরা বিশ্বাস করি। ইনশা আল্লাহ ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।’



রাইজিংবিডি/সাভার/১৬ ডিসেম্বর ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়