ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমিরাত-বাহরাইনের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমিরাত-বাহরাইনের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো ২৪টি দল নিয়ে মাঠে গড়িয়েছে এএফসি এশিয়া কাপ-২০১৯। শনিবার রাতে আয়োজক সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপ ফুটবলের ১৭তম আসরের। অবশ্য উদ্বোধনী ম্যাচে কেউ জেতেনি। ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাচটি।

শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটের মাথায় আরব আমিরাতের বিপক্ষে লিড নেয় বাহরাইন। গোল করেন মোহামেদ আল রোহাইমি। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আমিরাতের আহমেদ খলিল। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

আরব আমিরাতের চারটি শহরের ৮টি ভেন্যুতে ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচগুলো। আজ দ্বিতীয় দিনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে জর্ডানের। দিনের অপর ম্যাচে ভারতের প্রতিপক্ষ থাইল্যান্ড।

এবারের এশিয়া কাপের-
‘এ’ গ্রুপে রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভারত ও বাহরাইন।
‘বি’ গ্রুপে রয়েছে-অস্ট্রেলিয়া, সিরিয়া, ফিলিস্তিন ও জর্ডান।
‘সি’ গ্রুপে রয়েছে- দক্ষিণ কোরিয়া, চীন, কিরগিজস্তান ও ফিলিপাইন।
‘ডি’ গ্রুপে রয়েছে- ইরান, ইরাক, ভিয়েতনাম ও ইয়েমেন।
‘ই’ গ্রুপে রয়েছে- সৌদি আরব, কাতার, লেবানন ও উত্তর কোরিয়া।
‘এফ’ গ্রুপে রয়েছে- জাপান, উজবেকিস্তান, ওমান ও তুর্কমিনিস্তান।




রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়