ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবদুল আজিজের ‘কিছু কথা কিছু ব্যথা’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবদুল আজিজের ‘কিছু কথা কিছু ব্যথা’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ। ২০১২ সালের দিকে যখন ঢাকাই সিনেমার মন্দা বাজার চলছিল তখন চলচ্চিত্র প্রযোজনায় আসেন তিনি। প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যা ছিল একটি সাহসী পদক্ষেপ। এর পর ত্রিশের অধিক সিনেমা নির্মাণ করেন তিনি। চলচ্চিত্রের এই সময়ে তাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার এই বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি বই লিখেছেন তিনি। যা আগামী একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে আবদুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘‘কিছু কথা কিছু ব্যথা’ বইটি লিখেছি সম্পূর্ণ সিনেমার উপর। গত ৮ বছরে যা দেখেছি, যা বুঝেছি বা যা বিশ্বাস করেছি-তাই তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে যারা চলচ্চিত্রের বাইরের লোক তারা বইটি পড়লেই আমাদের চলচ্চিত্রের উপর একটা ধারণা পাবেন বলে আশা করছি। এছাড়া বর্তমান ও ভবিষ্যতে যারা চলচ্চিত্র নিয়ে গবেষণার কাজ করবেন তাদের জন্য বইটি সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’’

‘কিছু কথা কিছু ব্যথা’ বইটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী। এটি প্রযোজক আবদুল আজিজের লেখা প্রথম বই। বইটির ভূমিকা লিখেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়