ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সৌম্য বাদ পড়ার মতো খেলোয়াড় না’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সৌম্য বাদ পড়ার মতো খেলোয়াড় না’

বিপিএলে ব্যাট হাসছে না সৌম্য সরকারের

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : ৪, ১১*, ০, ১৮, ২-  বিপিএলে সৌম্য সরকারের রান এগুলো। পাঁচ ম্যাচে রান সাকুল্যে ৩৫। পরিসংখ্যানই বলছে বাঁহাতি ব্যাটসম্যান বিপিএলে ফর্মে নেই। রাজশাহী কিংসের শেষ দুই ম্যাচে আবার একাদশেও জায়গা হয়নি। তবে পরের ম্যাচগুলোতে তিনি সুযোগ পাবেন বলে জানিয়েছেন রাজশাহী কিংসের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল।

মঙ্গলবার মিরপুর একাডেমি মাঠে রাজশাহী কিংসের অনুশীলনের ফাঁকে মিজানুর বললেন, ফর্মে ফেরার জন্য সৌম্যকে মূলত বিশ্রাম দিয়েছেন তারা, ‘সৌম্য বাদ পড়ার মতো খেলোয়াড় না। মাঝে মাঝে কিছুটা বিশ্রাম দেওয়া হয় ফর্মে ফেরার জন্য। সেক্ষেত্রে সৌম্যকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি সৌম্য। তিন ম্যাচে করেছিলেন ৪৬। তবে টি-টোয়েন্টির আগে ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলেছিলেন ৮১ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস।

সৌম্যর সামর্থ্য নিয়ে তাই কোনো সন্দেহ নেই রাজশাহীর সহকারী কোচের, ‘কোনো সন্দেহ নেই সৌম্য আমাদের দেশের সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। এই ফরম্যাটে সে বেশ খেলোয়াড়। সে শুরুর দিকে হয়তো মানিয়ে নিতে পারেনি। আশা করি সামনের ম্যাচ গুলোতে সে সুযোগ পাবে।’

শুরু থেকে টপ অর্ডারে সঠিক কম্বিনেশন খুঁজে পাচ্ছিল না রাজশাহী। ওপেনিংয়ে বদল এসেছে প্রায় নিয়মিতই।সবশেষ ম্যাচে ওপেনিংয়ে সেঞ্চুরি করেছেন লরি এভান্স। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। গত মৌসুমে যিনি রংপুর রাইডার্সের হয়ে প্লে-অফের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।এখন টপ অর্ডারে কম্বিনেশনের সমস্যাটা তারা কাটিতে উঠতে পারবেন বলে মনে করেন মিজানুর।

‘এই জায়গায় (টপ অর্ডার) শুরু থেকেই আমাদের কম্বিনেশন হচ্ছে না। কম্বিনেশনের অভাবেই হয়েছে। এখন বোধহয় ঠিক হয়ে যাবে, আমাদের দলে চার্লসও (জনসন) এসেছে। এই সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের টপ অর্ডারের কম্বিনেশন হচ্ছিল না, তাই তাকে আমরা নিয়ে এসেছি। প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে-টা যদি ব্যবহার করতে পারি, হয়তো আমরা খুব ভালো করব। আর আমাদের বোলিং সাইড খুবই ভালো। আমাদের ছেলেরা ভালো করছে। সেই ক্ষেত্রে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে ভালো করতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়