ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরিদপুরের গ্রামে গ্রামে ঘুরছে ‘আলোর ফেরিওয়ালা’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরের গ্রামে গ্রামে ঘুরছে ‘আলোর ফেরিওয়ালা’

ফরিদপুর প্রতিনিধি: তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিতে ফরিদপুরের গ্রামে গ্রামে ঘুরছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ‘আলোর ফেরিওয়ালা’।

এদের কাছ থেকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগসহ চার ধরণের সেবা নিয়ে উপকৃত হচ্ছেন গ্রাম গঞ্জের মানুষ। স্থানীয়দের ভাষ্য, গ্রামে গ্রামে এসে সেবা প্রদান করায় হয়রানি হতে হচ্ছে না তাদের, একই সঙ্গে রেহাই পাচ্ছেন বাড়তি খরচের হাত থেকেও।

পবিস, ফরিদপুর অফিস জানায়, আগামী জুন মাসের মধ্যে ফরিদপুরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে সরকারের যে পরিকল্পনা রয়েছে, তা পুরণে বিশেষ ভুমিকা রাখবে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যুতের তার, মিটার আর সরঞ্জামাদি ভ্যানে করে নিয়ে গ্রামে গ্রামে হাঁকডাক ছেড়ে বেড়াচ্ছেন আলোর ফেরিওয়ালা নামের ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা। এই ফেরিওয়ালারা দ্রুত বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিভ্রাটের দ্রুত সমাধান, মোবাইল সেবাকেন্দ্র ও মোবাইল অভিযোগ কেন্দ্র হিসেবে কাজ করছেন।

চরভদ্রাসনের ভাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আম্বিয়া বেগম বলেন, ‘মাইকিং শুনে রাস্তায় গিয়ে বিদ্যুতের আবেদন জানাই, এরপর তারা ৪৬০ টাকা নিয়ে ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে যায়।’

একই গ্রামের আব্দুর রশিদ মোল্লা বলেন, ‘দ্রুত সংযোগ প্রদান করায় আমরা খুশি। বিদ্যুৎ অফিসে যাওয়ার সময় বাঁচলো, খরচ বাঁচলো, আবার হয়রানিও হতে হলো না।’

নতুন বিদ্যুৎ গ্রাহক বন্দনা রাণী বলেন, ‘আমি সেলাইয়ের কাজ করি, ঘরের মধ্যে অন্ধকার থাকায় কাজ করতে সমস্যা হয়, অপরদিকে রাতে কাজ করতে পারি না। বিদ্যুতের সংযোগ পাওয়ায় এখন দিনরাত কাজ করতে পারছি।’

এলাকার মানুষেরা মনে করছেন, এ ধরণের আয়োজন সরকারের উন্নয়ন অগ্রযাত্রার নিদর্শন। ঘরে বসেই বিদ্যুৎ পাওয়া ছিল কল্পনাতীত।

হাজীডাঙ্গী গ্রামের মো. আয়ুব আলী মন্ডল বলেন, ‘বার বার অফিসে গিয়ে ধরণা দিয়ে এই সংযোগ নিতে একদিকে সময় ও অর্থের অপচয় হতো, অপরদিকে কিছু দালাল দ্রুত সংযোগ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত, এখন তার অবসান ঘটবে।’

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্লোগান বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় ফরিদপুরে প্রাথমিকভাবে ‘আলোর ফেরিওয়ালা ’ নামে ১০টি ভ্যানে গ্রামে গ্রামে বিদ্যুৎ সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে আমরা ফরিদপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়নের জেলা ঘোষণা করতে যাচ্ছি, যার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম।’

এ জেলায় ২০০৮ সাল পর্যন্ত বিদ্যুত গ্রাহকের সংখ্যা ছিল ৮৫ হাজার ২৫২, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দুই মেয়াদে সরকারের (১০ বছরে) সময়ে গ্রাহক সংখ্যা বেড়েছে দুই লক্ষ ২৪ হাজার ৪০০। বর্তমানে মোট গ্রাহক রয়েছে তিন লক্ষ নয় হাজার ৬৫২ জন। আর গত এক সপ্তাহে আলোর ফেরিওয়ালারা নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়াসহ প্রায় পাঁচশ গ্রাহকের সমস্যার সমাধান করেছে।




রাইজিংবিডি/ ফরিদপুর/২৪ জানুয়ারি ২০১৯/ মো. মনিরুল ইসলাম টিটো/টিপু/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়