ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে প্রথম আয়োজিত হলো মানবিক মেলা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে প্রথম আয়োজিত হলো মানবিক মেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জনহিতকর কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংস্থা ও সংগঠনের অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে বসেছে মানবিক মেলা। শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক পূর্বকোণ আয়োজিত ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

উদ্ভাবনী জ্ঞান, মেধা এবং জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যারা সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছেন- এই ধরণের ৫০টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেলায় অংশ নিয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘নতুন প্রজন্মের চিন্তা-চেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে না। সুতরাং দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে মানবিক গুণ অর্জন করতে হবে।’

শুভেচ্ছা বক্তব্যে দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য পূর্বকোণ পরিবার নিরলসভাবে কাজ করছে। যারা এ জনপদের পরিবর্তনের কারিগর, তাদেরকে সকলের কাছে পরিচিত করানোর জন্যই এ মানবিক মেলার আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার বাদল সৈয়দ।

মানবিক মেলা উদ্বোধনের আগে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মোড় থেকে সকাল ৯ টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় পর্যন্ত সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়