ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১০-১৬ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০-১৬ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

সচিবালয় প্রতিবেদক : দেশব্যাপী আগামী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করবে সরকার। ইলিশ অধ্যুষিত ৩৭টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এবার জাটকা সপ্তাহের স্লোগান ‘অবৈধ জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না’।

সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন নিয়ে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ সভায় এ সিদ্ধান্ত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব রইছ-উল-আলম মন্ডলসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টাস্কফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স সভায় মৎস্য প্রতিমন্ত্রী জাটকাসহ অন্যান্য মাছের বংশধ্বংসকারী জাল সমূলে উৎপাটনের জন্য সবার প্রতি আহ্বান জানান। অবৈধ জাল ব্যবহারকারীদের আটকের পর মুক্তির ব্যাপারে কোনো চাপের কাছে মাথা নত না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

জানা গেছে, সভায় সপ্তাহের বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে দিবস উপলক্ষে ১০ মার্চ মৎস্য অধিদপ্তরে প্রতিমন্ত্রী সপ্তাহের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ১১ মার্চ ভোলার চরফ্যাশনে জাটকা সপ্তাহের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে নদীতে অনুষ্ঠিত হবে নৌ-র‌্যালি।

এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়