ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৫ উপজেলায় ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ৫ উপজেলায় ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত ৫ উপজেলার ৫ চেয়ারম্যান সহ ৩টি পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২০ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দেন।

৫ উপজেলার মধ্যে কেউ উপজেলা নির্বাচন অফিসার এবং কেউ উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

বালিয়াডাঙ্গী উপজেলা
এ উপজেলায় চাচা ভাতিজাসহ ৩টি পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তার ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। এরা হলেন- বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু লিটন, কামরুজ্জামান। তবে বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্নান নির্বাচনে অংশ নিবেন না। তিনি মনোনয়নপত্র গ্রহণ করেননি।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ নেত্রী আলেয়া পারভীন, জুলিয়া তাসনিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা আক্তার, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ এবং মিনা বেগম।

ঠাকুরগাঁও সদর উপজেলা : ৩টি পদে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলা সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধূরী, প্রাক্তন চেয়ারম্যান স্বতন্ত্র (বিএনপির জেলা সহ সভাপতি) সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, ওয়ার্কাস পার্টির সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, ইসলামী ঐক্য জোটের রফিকুল ইসলাম ও ন্যাপের রাজিউল ইসলাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন। এরা হলেন- ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, শফির উদ্দীন দুলাল, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, আব্দুর রশিদ, আব্দুল কাদের, নুরুজ্জামান ও রুবেল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন-মাসহুরা বেগম, আনজুমান আরা বন্যা, শাহনাজ বেগম পারুল।

হরিপুর উপজেলা : ৩টি  পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন- আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সা.সম্পাদক জিয়াউল হাসান মুকুল ও সাবেক হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  একে এম শামীম ফেরদৌস টগর।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন-উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমেদ মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি কাঠালডাঙ্গী মহিলা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আঃ কাইয়ুম।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। এরা হলেন- হরিপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখা, ১নং গেদুড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারা পারভীন সুমি, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররমা বাবলী ও শাবানা পারভীন।

পীরগঞ্জ উপজেলা : ৩টি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীতি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র নাথ রায়, জাসদের গীতিগমন চন্দ্র রায়, প্রভাষক সুকমল বিশ্বাস ও আলমগীর কবির ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। এরা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, হাফেজ মো নুরুজ্জামান, সোহরাব আলী, সুকুমার রায়, ইত্তাশাম উল হক মিম ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির রহমান মিঠু।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। প্রার্থীরা হলেন-ভারতি রানী রায় ও ফেরদৌসী বেগম।

রাণীশংকৈল উপজেলা : ৩টি পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক-সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না, কৃষক এনামুল হক।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন-উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিক লীগ সম্পাদক রুস্তম আলী, দিগেন্দ্র নাথ, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী ও তোফাজ্বল হোসেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। এরা হলেন-আওয়ামী লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কাস পার্টির নেত্রী শেফালী বেগম।

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে ২য় ধাপে। দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা ১০ ফেব্রুয়ারি, মনোয়নপত্র দাখিল ১৯ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ফেব্র্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ । জেলার ৫টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ দুই হাজার ৯শত ৯৪ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ৯২ হাজার সাতশত ১৮ জন।




রাইজিংবিডি/ ঠাকুরগাঁও/১৯ ফেব্রুয়ারি ২০১৯/তানভীর হাসান তানু/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়