ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাবনার ৯ উপজেলায় ১১৮ মনোনয়নপত্র জমা

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনার ৯ উপজেলায় ১১৮ মনোনয়নপত্র জমা

পাবনা প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পাবনার ৯ উপজেলায় জমা পড়েছে ১১৮ মনোনয়নপত্র। এরমধ্যে চেয়ারম্যান পদেই ৩২টি।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, উপজেলা চেয়ারম্যান পদে পাবনা সদর উপজেলায় ১ জন, চাটমোহরে ৫ জন, আটঘরিয়ায় ৩ জন, ঈশ্বরদীতে ৫ জন, ভাঙ্গুড়ায় ৬ জন, ফরিদপুরে ৪ জন, সুজানগরে ৩ জন, বেড়ায় ৩ জন এবং সাঁথিয়া উপজেলায় ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।

পাবনা সদর: পাবনা সদর উপজেলায় তিনটি পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা। যাচাই বাছাই এ কোনো ত্রুটি না থাকলে সদর উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চাটমোহর: উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (আওয়ামী লীগ মনোনীত), পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার (স্বতন্ত্র-বিদ্রোহী), চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল (স্বতন্ত্র-বিদ্রোহী) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম (স্বতন্ত্র-বিদ্রোহী), অ্যাডভোকেট মো. আবদুস ছাত্তার (জাপা-এরশাদ মনোনীত) । এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

আটঘরিয়া: উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন পান্না (আওয়ামী লীগ মনোনীত), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম (স্বতন্ত্র-বিদ্রোহী), জেলা আওয়ামী লীগের সদস্য ঈশারত আলী (স্বতন্ত্র-বিদ্রোহী)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন।

ঈশ্বরদী: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামী লীগ মনোনীত), বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু (স্বতন্ত্র-বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা সাইফুল আজাদ মল্লিক (স্বতন্ত্র-বিদ্রোহী), সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতিয়ার রহমান (স্বতন্ত্র) ও মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দেন।

ভাঙ্গুড়া: জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বাকিবিল্লাহ (আওয়ামী লীগ মনোনীত), সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির হোসেন (স্বতন্ত্র), মোস্তফা ফিরোজ (জাপা এরশাদ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম (স্বতন্ত্র-বিদ্রোহী), জাতিসংঘের সাবেক কর্মকর্তা মেজবাহুর রহমান রোজ (স্বতন্ত্র), মনসুর রহমান (এনপিপি)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারাম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

ফরিদপুর: বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা সভাপতি খলিলুর রহমান (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গোলাম হোসেন গোলাপ (স্বতন্ত্র-বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাকিম খান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

সুজানগর: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন  (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব (স্বতন্ত্র-বিদ্রোহী), সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মিয়া (স্বতন্ত্র-বিদ্রোহী)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন।

সাঁথিয়া: সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার (আওয়ামী লীগ মনোনিত), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিক (স্বতন্ত্র)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

বেড়া: বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন (স্বতন্ত্র-বিদ্রোহী), জাপা এরশাদ মনোনীত ওয়াহেদ আলী। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন।



রাইজিংবিডি/ পাবনা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/শাহীন রহমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়