ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শনিবার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ, সিরিয়া, আফগানিস্তান, নেপাল, ভুটানসহ বিশ্বের আটটি দেশের অংশগ্রহণে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর দুই নম্বর গেইটস্থ উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টের রুফটপ লাউঞ্জে প্রথমবারের মতো আয়োজিত ফিল্ম ফ্যাস্টিভ্যালে আটটি দেশ থেকে আসা নারী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

উইন্ড অব চেইঞ্জ এর চেয়ারম্যান কে সামি আহাম্মেদ জানান, চট্টগ্রামস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগ আয়োজিত ফিল্ম ফ্যাস্টিভ্যালে সিরিয়া, আফগানিস্থান, শ্রীলঙ্কা্, নেপাল, ভুটান, প্যালেস্টাইনসহ আটটি দেশের যুদ্ধবিগ্রহ, দুর্ভিক্ষ, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সমৃদ্ধ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই সময় নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত থাকবেন ওইসব দেশের নারী প্রতিনিধিরা।

ঢাকার বাইরে প্রথমবারের মতো চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যালের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফটোগ্রাফি ক্লাব।

আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর- উইন্ড অব চেইঞ্জ। জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ফ্যাস্টিভ্যালের সব দেশের ফিল্ম উপভোগ করা যাবে। সাথে থাকবে উইন্ড অব চেইঞ্জের ঐতিহ্যবাহী খাবার।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফ্যাস্টিভ্যাল চলবে বলে উইন্ড অব চেইঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল করিম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়