ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় বিআরটিএ অফিসের ৯ দালাল আটক

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিআরটিএ অফিসের ৯ দালাল আটক

আটককৃত দালালচক্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নগরীর শিরোমনি এলাকার বিআরটিএ অফিসের বাইরে থেকে ৯ দালাল আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে এ আটক অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, খানজাহান আলী থানা এলাকার মো. রায়হান হোসেন (২৪),  মো. মঞ্জুর আহমেদ (৪০), মো. শাকির হোসেন (৩৬), মো. শহিদুল ইসলাম (৪২), মো. রহমত (২৮), বেগ ইকবাল হোসেন (৩৮), মো. আশিকুর রহমান (২২), জাহিদুল ইসলাম (৩৫) ও মো. সিরাজ খান (৩২)।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরেই বিআরটিএ খুলনা অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের নির্দেশে ও তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ, খুলনা অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে।



রাইজিংবিডি/ ১৯ ফেব্রুয়ারি ২০১৯/খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়