ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিক আটক

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে গভীর সাগর থেকে তাদেরকে আটক করা হয়।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের অফিসার ইনচার্জ (ওসি) গোয়েন্দা লে. কমান্ডার বি এন শুভাশীষ দাশ জানান, সেন্ট মার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে ট্রলারযোগে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান চালায়। সন্দেহভাজন মিয়ানমারের একটি ট্রলার থামিয়ে তল্লাশি চালালে ওই ট্রলার থেকে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ওই ট্রলার থাকা মিয়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ১১ জন পাচারকারী সবাই মিয়ানমার নাগরিক। তারা টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশের মাধ্যমে অবৈধ ইয়াবা ব্যবসার জন্য বাংলাদেশে প্রবেশ করে। জব্দকৃত ইয়াবা, ট্রলার ও মিয়ানমারের ইয়াবা পাচারকারীদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/২১ ফেব্রুয়ারি ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়