ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অগ্নিকাণ্ডে হতাহত অনেকের বাড়ি নোয়াখালী

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্নিকাণ্ডে হতাহত অনেকের বাড়ি নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বৃহস্পতিবার সকাল থেকে হতাহতের খবর আসার পর থেকে অনেকের বাড়িতে আহাজারি করতে দেখা গেছে। কেউ কেউ স্বজনদের সন্ধান পাচ্ছেন না, তারা বেঁচে আছে, নাকি মরে গেছে- তাও জানে না। 

ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়িতে একই পরিবারের দুই ভাই মাসুদ রানা ও রাজু মারা গেছে। এক চাচা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন। গ্রামের বাড়িতে রয়েছে নিহতদের এক চাচা। তিনি জানান, নিহতদের লাশ গ্রামে আনা হবে।

একই ইউনিয়নের বটতলীর সাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাছির উদ্দিনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তাদের স্বজনেরা আহাজারি করছেন।

এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের সহস্রাধিক মানুষ ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা করছে। অগ্নিকাণ্ডে নিহতদের অনেকে তাদের গ্রামের হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর গ্রামে অবস্থানরত স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সকালে একে একে মৃত্যুর খবর আসতে থাকায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ পর্যন্ত তারা সাত জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন।

এ সংখ্যা বাড়ার আশংকা করছেন স্বজনরা। কারণ এখনো অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না।



রাইজিংবিডি/নোয়াখালী/২১ ফেব্রুয়ারি ২০১৯/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়