ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কালাডুমুর নদী খননের দাবি

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালাডুমুর নদী খননের দাবি

কুমিল্লা প্রতিনিধি : আন্তর্জাতিক নদীরক্ষা দিবস-২০১৯ উপলক্ষে আজ বৃহস্পতিবার  কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

কৃষি পরিবেশ আন্দোলন (কৃপা) এর উদ্যোগে দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা।

দুপুরে আদমপুর মৎস্য প্রকল্পের সামনে আয়োজিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় শুকিয়ে যাওয়া দাউদকান্দির কালাডুমুর নদীপাড়ের কৃষিনির্ভর মানুষ। এ সময় কালাডুমুর নদী খনন করে দাউদকান্দির বিস্তীর্ণ বোরো ফসলের মাঠে সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে বক্তব্য রাখেন কৃপার সভাপতি অধ্যাপক মতিন সৈকত, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান এবং সফল মৎস্য খামারি আলী আহাম্মদ মিয়াজী। কর্মসূচিতে অংশ নিয়ে দাবির পক্ষে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন ঐতিহ্য, কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যাপক মতিন সৈকত বলেন, কালাডুমুর নদী দাউদকান্দির বিস্তীর্ণ এলাকার অস্তিত্ব। দাউদকান্দির গৌরিপুরে গোমতী নদী থেকে উৎপত্তি হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এ নদীর পানি দিয়ে অন্তত ৫০ হাজার বিঘা বোরো ধানের জমিতে সেচ দেয়া হয়। এতে প্রায় ১২ লাখ ৫০ হাজার মণ বোরো ধান ফলনে সহায়ক হয়। 

এ নদী খনন করে কৃষকের ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।



রাইজিংবিডি/কুমিল্লা/১৪ মার্চ ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়