ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইলা বিধ্বস্ত পদ্মপুকুরে নতুন আতঙ্ক

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইলা বিধ্বস্ত পদ্মপুকুরে নতুন আতঙ্ক

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা বিধ্বস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের শঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা না হলে জলোচ্ছাসে প্লাবিত হতে পারে গোটা ইউনিয়ন। এতে ভাঙন আতংকে দিন কাটাচ্ছে মানুষ।

উপকূলীয় দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর এখানের দু’টি নদী খোলপেটুয়া ও কপোতাক্ষ দ্বারা বেষ্টিত । ৩৪ বর্গকিলোমিটার আয়তনের পদ্মপুকুর ইউনিয়নে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। সাম্প্রতিক কালের প্রলয়ঙ্করী জলোচ্ছাস আইলায় লন্ডভন্ড হয়ে যাওয়া পদ্মপুকুর ইউনিয়নের সবহারা মানুষ এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে লিপ্ত। কিন্তু এ সময়ে তাদের সামনে বড় বাঁধা এই জরাজীর্ণ বেড়িবাঁধ।

দেখা গেছে,পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা, পশ্চিম পাতাখালি, কামালকাটি ও বন্যতলা এলাকায় খোলপেটুয়া ও কপোতাক্ষ’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যে কোন সময় বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীনের শঙ্কা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার মানুষজন। দীর্ঘদিন জীর্ণশীর্ণ হয়ে পড়ে থাকা বেড়িবাঁধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ফলে স্থানীয় বাসিন্দারা খুবই হতাশ।

এলাকাবাসীর দাবী, বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হলে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডও ম্লান হয়ে যাবে। বিপর্যস্ত হবে প্রাণ-প্রকৃতি।

শ্যামনগর উপজেলার কামালকাটি যুব সংঘের সভাপতি উত্তম মন্ডল জানান, খুটিকাটা, পশ্চিম পাতাখালি, কামালকাটি ও বন্যতলায় বেড়িঁবাধ ভেঙে কোথাও দুই হাত কোথাও তিন হাত অবশিষ্ট আছে। জরাজীর্ণ এই বাঁধ যে কোন সময় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় উন্নয়ন কর্মী মফিজুর রহমান জানান, সরকারি-বেসরকারি ও স্থানীয় উদ্যোগে পদ্মপুকুরে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। একবার বাঁধ ভেঙে গেলে সব উন্নয়ন কর্মকান্ডই ভেস্তে যাবে। তলিয়ে যাবে সবকিছু।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী জানান, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য বার বার ওয়াপদাকে বলা হয়েছে। তারা না ভাঙা পর্যন্ত কর্ণপাত করবে না বলেই মনে হচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, খুব দ্রুত জাইকা বেড়িবাঁধ সংস্কারে একটি বড় ফান্ড দেবে। ফান্ড পেলে বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৮ মার্চ ২০১৯/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়